অপরাজিত by Bibhutibhushan BandyopadhyayMy rating: 5 of 5 stars
ছোটকালটা গ্রামেই বেড়ে ওঠা এবং একটু বড় হতেই গ্রাম ছেড়ে পড়াশোনা নামক এক ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি, এখনো ছুটছি এক শহর হতে অন্য শহরে। ঠিক যেমনটা অপুর ক্ষেত্রে হয়েছিল।
যেখানে বেড়ে ওঠা আমার সেখানকার আলো-বাতাস, আমার কাছে সব সময় মনে হয় পৃথিবীর সব চেয়ে সুন্দর, যেখানে প্রাণ খুলে এক নিশ্বাস নেওয়া যায়।
আপনি যখন একটি বই পড়বেন এবং বারবার যখন আপনার মনে হবে, এখানে হয়তো আপনাকে নিয়েই লেখা হচ্ছে, তখন- ;বুঝতে পারতেছেন, বইটি তাহলে কতটা আপনার মনকে ছুঁয়ে ফেলেন।
এসব বৈঠায় আসলে সামারি করে কিছু বলা যায় না জাস্ট অনুভব করা যায় সেটা আপনি কোনভাবেই শব্দের মধ্যে ফুটিয়ে তুলতে পারবেন না
আমার দৃষ্টিতে, যাদের শৈশটা গ্রামে কেটেছিল এবং পড়াশোনা কিংবা অন্য কোনো কারণে পরিবার হতে দূরে সরে আসতে হয়েছে, তারা যদি বইটি পড়েন, তাহলে নিজেদের জীবনে ৬০ থেকে ৭০% পর্যন্ত অনুভূতি কিংবা আকাঙ্ক্ষা, ভালোবাসা ইত্যাদি অপুর জীবনের সাথে রিলেট করতে পারবেন।
আপনি যদি আপনার অনুভূতিগুলোকে আবার রিক্রিয়েট করতে চান, তাহলে জাস্ট পড়ুন...
View all my reviews
0 Comments