কুয়াশাচ্ছন্ন ভোরে


ই যান্ত্রিক শহরের,
আজকের এই কুয়াশাচ্ছন্ন ভোরে,
দুজনার গায়ে এক নীল চাদর জড়িয়ে,
তুমি আমি মিলে হয়তো কপি হাতে অন্যমনস্কভাবে আকাশের দিকে তাকিয়ে, ভোরের পাখিগুলো গুনার চেষ্টা করতাম, যদি তুমি পাশে থাকতে।
শেষ দেখা হয়েছিল কোন এক কোচিং ক্লাসে।

Reactions

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)