আমি তো এত্তগুলা সম্মানীয় পুরস্কারে কথা কখনো ভাবিও নি!
আজ আমি সবার কাছে খুবই পরিচিত, সবাই শুধু আমার কাছে আসতে চাই, জাস্ট একটা অটোগ্রাফ কিংবা সেলফির আশায়।
আমি তো আর অন্য সকল প্রেমিকের মত তোমার রুপ দেখে প্রেমে পড়ি নি, আমি তো তোমার কথার বুলিতেই প্রেমে পড়েছিলাম।
আমি তো তোমাকে বলতেছি না যে, আমার সাথে প্রেম কর, সপ্তাহে কয়েকবার দেখা কর। আমি তো চাচ্ছি, প্রতিদিন একটিবারের জন্য হলেও আমাকে মিস করে, কেমন আছি জিজ্ঞেস কর!
সেদিন আমি আমার হৃদয়ের অভিব্যাক্তি গুলো তোমার কাছে পৌঁছানোর জন্যই তো হাতে কলম তুলেছিলাম। আর জ্যোৎস্নার রাতে বসে বসে তোমাকে নিয়ে লিখে ফেললাম আমার জীবনের প্রথম কবিতা। খুব ইচ্ছে হয়েছিল সেদিন, তোমাকে কবিতাটা পড়ে শুনানোর জন্য। তাই তো সেদিন রাতে একলা ছাদের উপর দাঁড়িয়ে তোমাকে উদ্দেশ্য করেই আবৃত্তি করেছিলাম। হয়তো তুমি শুনতে পাও নি।
লেখাটি তোমার কাছে পৌঁছানোর তীব্র ইচ্ছে ছিল বলেই,
টাইমলাইনে পোস্ট করলাম। সাথে সাথেই হাজারো কমেন্ট আসতে শুরু করল। সবাই জানতে চাচ্ছিল, কোন সেই রূপবতী মেয়ে? কি তার পরিচয়!
আমি তো শুধুই তোমারই একটা মন্তব্যের আশাই বারবার নোটিফিকেশন চেক করতেছিলাম। এখনও তোমার কোন মন্তব্য পাওয়া যায় নি।
অনেকে কবিতা লেখে বিখ্যাত হওয়ার জন্য ,
অনেকে কবিতা লেখে প্রিয়তমাকে ভুলে থাকার জন্য ,
অনেকে কবিতা লেখে প্রেমে পরার জন্য,
কিন্তু আমার কবিতা লেখার উদ্দেশ্য ছিল, তোমার একটা রিয়েকশন কিংবা অভিব্যাক্তিটা দেখার জন্য।
তাই তো এখনো নিয়মিত লেখালেখি করেই যাচ্ছি, তোমার কাছে পৌঁছানোর জন্য।
হাজারো লেখকের কাছ হতে তাদের লেখা গুলো বর্ণচোরার মত চুরি করে তোমার উদ্দেশ্যেই লিখেই যাচ্ছি। কারণ, এখনো যে,
তোমার সেই বুলি গুলো কানে বাজে!
আজ কয়েক হাজার বছর হয়ে গেল তার বুলি গুলো প্রথম শুনেছিলাম কোন এক কোচিং ক্লাসে!!
(অসমাপ্ত)
#fictionalcharacter
তোমার সেই বুলি গুলো কানে বাজে!
আজ কয়েক হাজার বছর হয়ে গেল তার বুলি গুলো প্রথম শুনেছিলাম কোন এক কোচিং ক্লাসে!!
(অসমাপ্ত)
#fictionalcharacter

0 Comments