ছদ্মবেশ



ভোরের শিশির,
গোধূলি সন্ধ্যা,
তারা ভরা জ্যোৎস্নার রাত,
মেঘলা দিনে, ব্যস্ততম ভঙ্গিতে পাখির ছুটোছুটি,
আর
তোমায় ভেবে দুয়েক লাইন ছন্দহীন কবিতা লেখা,
সবই আমার প্রিয়।



Reactions

Post a Comment

0 Comments