অনল প্রবাহ

 


My rating: 5 of 5 stars

মুসলিম জাগরণের কবি" ও "অগ্নিপুরুষ" হিসেবে পরিচিত- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ,চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গাইড বই মুখস্ত করতে গিয়ে উক্ত লাইনটি পড়ার পর, হঠাৎ মনে উদয় হল এই ব্যক্তিটি কে ! এবং সাথে সাথেই অনলাইন হতে একটি সফট কপি ডাউনলোড করে পড়ে ফেললাম, ‘অনল প্রবাহ’ নামক বিখ্যাত কবিতাটি। পড়ার পরে স্তম্ভিত হয়ে গেলাম এই মানুষটি এবং কাব্যগ্রন্থটি নিয়ে পাঠক সমাজে আলোড়ন না দেখে। কি এক অনবদ্য লেখা! আমরা বর্তমান সময়ে মুসলমানেরা শুধুমাত্র ধর্মের দোহাই দিয়েই আজ বিজ্ঞান শিক্ষা- চিকিৎসা মহাকাশ গবেষণা ইত্যাদি হতে দিন দিন পিছিয়ে পড়েছি, যার ফলাফলস্বরূপ পশ্চিমা বিশ্ব তথা ইউরোপ-আমেরিকার দেশগুলো আজ বর্তমানে অর্থনীতি, সামরিক বাহিনী, মহাকাশ গবেষণা, বিজ্ঞান, চিকিৎসা ইত্যাদি ইত্যাদি সব বিষয়ে উন্নতির শিকড়ে পৌঁছে আজ মুসলিম দেশগুলো সহ সারা বিশ্বের উপর রাজত্ব কায়েম করতেছে।
কবির এখানে আক্ষেপ ছিল, আগেরকার মুসলমান সমাজে ইবনে সিনা (চিকিৎসাবিদ ও দার্শনিক), ওমর খৈয়াম (গণিতবিদ ও কবি) ছাড়াও আল-খাওয়ারিজমি (বীজগণিতের জনক), আল-ফারাবি, আল-বিরুনি, নাসিরুদ্দিন তুসী, ইবনে রুশদ, আল-রাজি প্রমুখ বিখ্যাত মুসলিম ব্যক্তিত্বগণ ইসলামের স্বর্ণযুগে জ্ঞান-বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যারা বিজ্ঞান, দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাবিদ্যায় পারদর্শী ছিলেন এবং মুসলিম সভ্যতার প্রসারে ভূমিকা পালন করেন।
আজ আমরা এসব বিমুখ হয়ে পড়তেছি দিন দিন। কবি এখানে আমাদের ঘুমন্ত হৃদয়কে আহ্বান করেছেন আবার সেই ইসলামী স্বর্ণযুগকে ফিরিয়ে নিয়ে আসার জন্য।
অসাধারণ একটা বই। পড়ে দেখুন, অন্যকেও পড়তে বলুন...

View all my reviews
Reactions

Post a Comment

0 Comments