The Metamorphosis by Franz KafkaMy rating: 5 of 5 stars
সতর্কীকরণ
বইটি পড়ার আগে এতটুকু জেনে নিন যে, বইটি পড়া শেষে আপনি যখন বুঝতে পারবেন- আপনার মা-বাবা, ভাই-বোন, কিংবা নিজেও নিজের সাথে যে একটা অভিনয় করে চলতেছেন কিংবা চলার চেষ্টা করতেছে, তখন আপনি একটু কষ্টই পাবেন।
Metamorphosis অর্থ হল রূপান্তর। গল্পের মূল চরিত্র যে কিনা পরিবারের ব্রেড উইনার(breadwinner) হিসেবে ছিল কিন্তু রাতারাতি যখন রূপান্তর হয়ে এক মস্ত পোকায় পরিবর্তন হয়, তখন তার প্রতি পরিবারের যে দৃষ্টিভঙ্গি সেটি লেখক এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
বইটি পড়ার সময় রবি ঠাকুরের একটি বিখ্যাত কবিতা সমব্যথী বারবার মনে পড়তেছিল..
যদি খোকা না হয়ে
আমি হতেম কুকুর-ছানা --
তবে পাছে তোমার পাতে
আমি মুখ দিতে যাই ভাতে
তুমি করতে আমায় মানা?
সত্যি করে বল্
আমায় করিস নে মা, ছল --
বলতে আমায় "দূর দূর দূর।
কোথা থেকে এল এই কুকুর'?
View all my reviews
0 Comments