দুআ বিশ্বাসীদের হাতিয়ার

দুআ বিশ্বাসীদের হাতিয়ার
লেখক: ড. ইয়াসির ক্বাদি
অনুবাদ: মাসুদ শরীফ
ধরন: ইসলামিক বই
ব্যাক্তিহত রেটিং 4/5




দুআ'ই ইবাদাত। দুয়া করার অর্থ হল আল্লাহর কাছে কিছু চাওয়া, অর্থাৎ নিজেদের অসহায়ত্বের কথা স্বীকার করে, মহান প্রতিপালকের কাছে চাওয়া, যার নিকট কোন কিছুর অভাব নেই, যিনি অসীম, অনন্ত ইত্যাদি স্বীকার করা।

বিশ্বাসীরা বিশ্বাস রাখে যে, অনন্যোপায় অবস্থায়ও দুআ এর মাধ্যমে পরিত্রাণ পাওয়া সম্ভব।

আর, এ দুআ কবুলের কিছু নিয়ম বা আদব-কায়দা আছে তা লেখক এখন বিভিন্ন কুরআনের আয়াত, হাদিস ও ইসলামিক ঘটনাবলির সাহায্যে যুক্তি সহকারে তুলে ধরার চেষ্টা করেছেন।

ইসলামকে যাঁরা বিভিন্ন যৌক্তিকতা বা অন্যান্য আঙ্গিকেও জানতে আগ্রহী তাঁরা এ বইটিও পড়ে দেখতে পারেন।

অনুবাদকৃত ইসলামিক বইগুলো পড়ার সময় প্রায়ই দেখা যায়, আরবি-ফারসির মিশ্রণ বা বেশিরভাগই পারিভাষিক শব্দ ব্যাবহারের কারণে, পাঠকগণের কাছে প্রায়ই দুর্বোধ্য হয়ে উঠে। বইটির অনুবাদক মাসুদ শরীফ যথেষ্ট সরলভাবে লেখাগুলো ফুটিয়ে তুলেছেন।

পড়ুন, জানুন, ভিন্নভাবে ভাবতে শিখুন।
Reactions

Post a Comment

0 Comments