উন্নয়ন বিভ্রম

 উন্নয়ন বিভ্রম

লেখক: জিয়া হাসান

ধরন: অর্থনীতি

ব্যাক্তিগত রেটিং 4/5




বইটিতে লেখক, বাংলাদেশের ২০১০ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত অর্থনীতির বিভিন্নদিক গবেষণা আকারে বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে, সংবাদসম্মেলন বা মিডিয়ার মধ্যে প্রকাশিত বাংলাদেশের উন্নয়নের আড়ালে লুকায়িত চিত্র গুলো তুলে ধরার চেষ্টা করেছেন।

বইটির নির্ভরতা বা যথার্থতা বৃদ্ধি করেছেন টেবিল এবং গ্রাফিকাল ডাটাগুলো, যা বিভিন্ন পত্রিকার খণ্ডিত অংশ। 

বিজনেস ব্যাকগ্রাউন্ডের ছাত্র হিসেবে, বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রাম শহরকেন্দ্রিক  অবকাঠামোগত উন্নয়ন, আর কিছু মেগা প্রজেক্ট নিয়ে বিগত আওয়ামী সরকার, সমগ্র বাংলাদেশের উন্নয়ন বলে যে ফাঁকা বুলি আওড়াত তার কিছু ধারণা রয়েছে।

জিয়া হাসান বইটিতে চারটি বুম/বাবল নিয়ে আলোচনা 

করেছেন, কেন তা হঠাৎ বাবল আকারে ফুলে উঠে, আবার ক্র্যাশ করেছিল, বিশেষত তত্ত্বাবধায়ক সরকারের পরবতী ২০০৯ সালের নির্বাচেন আওয়ামীলিগের পরবর্তী ২০১০,১১ সাল নিয়ে

১. শেয়ার মার্কেট বাবল ও ক্র্যাশ

২. মাল্টি লেভেল মার্কেটিং স্ক্যামের বাবল ও ক্র্যাশ

৩. হাউজিং বুম/বাবল ও ক্র্যাশ

৪. জমির দামে বুম/বাবল ও ক্র্যাশ।



 উন্নয়নের আড়ালের গল্প জানুন। বুঝতে শিখুন সমগ্র বাংলাদেশ বলতে ঢাকা এবং চট্টগ্রাম কিংবা কয়েকটি বড় শহরকে বুঝায় না, মাথা পিছু আয় বাড়লেও যে সমাজে আয় বৈষম্যের কারণে কিছু মানুষ এখনো না খেয়ে মারা যাচ্ছে তাঁদের নিয়েও ভাবুন, প্রতি বছর যে হারে ঋণ খেলাপি কিংবা অবৈধ টাকা পাচার হচ্ছে তা ফেরত আনার ব্যাবস্থা করুন, মেগা প্রজেক্টের নামে 'হোয়াইট এলিফেন্ট' করা বন্ধ করুন।

বইটির দ্বিতীয় পর্ব পড়ার অপেক্ষায় থাকব।

Reactions

Post a Comment

0 Comments