ইতিহাসের বাঁকবদল একাত্তর ও পঁচাত্তর লেখক: মহিউদ্দিন আহমদ
ধরন: ইতিহাসভিত্তিক
ব্যাক্তিগত রেটিং 4/5
বাংলাদেশের ইতিহাসে সাল '৭১ এবং '৭৫ গুরুত্বপূর্ণ দু'টি বছর ছিল। '৭১ সালে যুদ্ধের মধ্য দিয়ে মহান স্বাধীনতা অর্জন, আর '৭৫ সালে মুজিব পরিবার হত্যার মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল।
আমাদের রাজনৈতিক দলগুলো আপন সুবিধার্থে, নিজেদের মতো করে ইতিহাসকে বদলান এবং উপস্থাপন করেন।
দেশে জন্মালেই দেশের প্রতি প্রকৃত ভালোবাসা আসে না, তার জন্য জানতে হয় 'দেশের ইতিহাস'। সেই ক্ষোভে পড়েই যাচ্ছি, সামনে ভালো কিংবা জগাখিচুরিসহ যা পাচ্ছি..!
'একাত্তর ও পঁচাত্তর' বইটি লেখকের বিভিন্ন সম্পাদকীয় এর সংকলন। প্রথম অংশে একাত্তরের মুক্তিযুদ্ধ, যথার্থ তথ্য নিয়ে তুলে ধরেছেন। ব্যাক্তিগতভাবে 'একাত্তরের' ইতিহাসে অত বেশি আগ্রহ নাই, কেননা তখন সকল শ্রেণির মানুষ একত্রিত হয়ে, এ স্বাধীনতা অর্জনে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সমস্যা হল, একাত্তর পরবর্তী নতুন বাংলাদেশ নিয়ে, যেটি ৭৫ এর ১৫ই আগস্ট মুজিব পরিবারের হত্যা, ৩রা নভেম্বর 'চার নেতার হত্যা' এবং ৭ই নভেম্বর ক্ষমতার পালাবদল। এ-সবই যেন সাসপেন্সের মতো এখনো একেকজনের কাছে একেকভাবে ঘুরতেই আছে।
#Books Review
পড়ে দেখুন, দেশকে জানুন, দেশের সঠিক ইতিহাস জানার চেষ্টা করুন।

0 Comments