যা যা অতিদ্রুত বুঝতে শিখতে হবে...

  • ধূমপানকারী ব্যাক্তির কাছ হতে, স্বাস্থ্য সম্পর্কিত উপদেশ গ্রহণ করবেন না।
  • বহু নারী/পুরুষের সাথে সম্পর্ক রাখা ব্যাক্তির কাছে, প্রেমের সজ্ঞা জিজ্ঞেস করবেন না।
  • চোর এবং দুর্নীতিবাজ ব্যাক্তির কাছ হতে, ধর্মোপদেশ নিবেন না।
  • মনুষ্যত্বহীন প্রাণীকে কখনো, মানুষ মনে করবেন না।
  • সুযোগ সন্ধানী, ক্ষমতা লিপ্সা, এবং নৈতিকতা বিরোধীকে, গুরু বা নেতা মানবেন না।

Reactions

Post a Comment

0 Comments