বিষন্নতা

তোমাকে পাওয়ার জন্য যে হাহাকার হচ্ছে, এতে আমি একধরনের বিষন্ন আনন্দ পাচ্ছি।
খুব বেশি চেষ্টা করলে, হয়তো তোমার কাছাকাছি যেতে পারব,
কিন্তু এতে যে, সেই পাওয়ার তীব্র আনন্দটা যে বিলীন হয়ে যাবে!
তুমি দূরেই থাক, এবং ‍সুখেই থাক।
Reactions

Post a Comment

0 Comments