বই এবং ভ্রমণ উভয়ই মানুষের মনস্তাত্ত্বিক চিন্তাধারা বিকাশে সহায়তা করে। অর্থাৎ উভয়ই কোন একটা বিষয়কে ভিন্ন ভিন্নভাবে দেখতে কিংবা ভাবতে শেখায়।
দু'হাজার তেইশ সালের পড়া কিছু বইয়ের মধ্য হতে, দশটি বই!
আগেই যেহেতু রিকমন্ডেড কিংবা কালজয়ী বইগুলো পড়ব ভাবছিলাম, সেই হিসেবে নতুন লেখকদের বই তেমন পড়া হয়ে ওঠেনি।
Want to read এবং বুকসেল্ফ এ বুকলিস্টের পরিমাণ বাড়তেই আছে। পুঁজিবাদের প্রবল দাবদাহে প্রায় সবাই ঝলসে যাচ্ছে। ওঁদের সাথে পাল্লা দিতে গেলে, সাহিত্য চর্চা বেমানানই লাগে। অন্যথায় পিছিয়ে যেতে হচ্ছে!
তাই, তেইশের শুরুতে বই পড়ার গোল/টার্গেট সেট করেছিলাম, শুধুমাত্র তেইশটি! যদিও বছর শেষ হতে হতে প্রায় ডাবল হয়ে গিয়েছিল।
Top Ten select করা-ও একটা কঠিনতম কাজ। কেননা, অন্যান্য বইগুলো হা করে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হয়! যেন বইয়ের পৃষ্ঠা গুলো কিছু একটা বলতে চায়। অনেক পাঁচ রেটিং দেওয়া/কালজয়ী বইও আমি এখানে আনতে পারিনি।
01: শিক্ষা ও সমাজকাঠামো
~বার্ট্রান্ড রাসেল
অনুবাদক: আরশাদ আজিজ
ধরন: প্রবন্ধ(দর্শনশাস্ত্র)
তাই, তেইশের শুরুতে বই পড়ার গোল/টার্গেট সেট করেছিলাম, শুধুমাত্র তেইশটি! যদিও বছর শেষ হতে হতে প্রায় ডাবল হয়ে গিয়েছিল।
Top Ten select করা-ও একটা কঠিনতম কাজ। কেননা, অন্যান্য বইগুলো হা করে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হয়! যেন বইয়ের পৃষ্ঠা গুলো কিছু একটা বলতে চায়। অনেক পাঁচ রেটিং দেওয়া/কালজয়ী বইও আমি এখানে আনতে পারিনি।
01: শিক্ষা ও সমাজকাঠামো
~বার্ট্রান্ড রাসেল
অনুবাদক: আরশাদ আজিজ
ধরন: প্রবন্ধ(দর্শনশাস্ত্র)
এটা প্রায়ই কঠিন একটা ব্যাপার যে, বার্ট্রান্ড রাসেলের থিওরি/দর্শনগুলো পড়া এবং সঠিক ভাবে বুঝতে পারাটা।
ভুলগুলো মূলত কাউকে এগিয়ে এসে ধরিয়ে দিতে হয়, অন্যথায় মানুষ জন্মলগ্নের পর হতে, যা দেখে বা শুনে সেটাই ধারণ এবং লালন করে থাকে।
কু-সংস্কার, অন্ধবিশ্বাস, গোঁড়ামি ইত্যাদি বিষয়গুলো মানুষের বুদ্ধিবৃত্তিকে নষ্ট করে দেয়। লেখক এখানে, তাঁর নিজের মতো করে যুক্তিতর্কের মাধ্যমে শিক্ষা এবং সমাজকাঠামোর দিকটি তুলে ধরেন। বইটিতে লেখক তা তুলে ধরার চেষ্টা করেছেন।
বইটি অবশ্যই সকলের পড়া উচিৎ।
~জাহানারা ইমাম
ধরন: ব্যক্তিগত দিনলিপি
ধরন: ব্যক্তিগত দিনলিপি
মুক্তিযুদ্ধের অনবদ্য এক প্রমাণপত্র!
বইটি লেখা শুরু ১৯৭১ সালের ১ মার্চ এবং সমাপ্তি সেই বছরের ১৭ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের বাস্তব চিত্র এতে উঠে এসেছে।
বাঙ্গালি মায়ের মুখে,
''‘ঠিক আছে তোর কথাই মেনে নিলাম। দিলাম তোকে দেশের জন্য কোরবানি। যা তুই যুদ্ধে যা।''
মুক্তিযুদ্ধকে অনুভব করার জন্য, বইটির দ্বিতীয় নেই।
এর আগে দিনলিপি হিসেবে, 'The Diary of a Young Girl' ~Anne Frank পড়েছিলাম।
বাংলা সাহিত্যের অবশ্যপাঠ্য বই এটি।
03: মেমসাহেব
~নিমাই ভট্টাচার্য
ধরন: উপন্যাস (রোমান্টিক)
রোমান্টিক উপন্যাস হিসেবে, রোমাঞ্চকর অভিজ্ঞতা অনুভবের জন্য পড়া যায়।
04: আরণ্যক
~বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ধরন: উপন্যাস
04: আরণ্যক
~বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ধরন: উপন্যাস
আচ্ছা, অনুভূতি কি প্রকাশ করা যাই? অনুভূতিগুলো চোখ বুজে অনুভব'ই করতে হয়।
আরণ্যক বইটি ছিল, এমন একধরনের অনুভব করার মতো বই।
রিভিউ লিখতে গিয়ে, ঠিক এই মুহুর্তে, কি লিখব, কিভাবে লিখব, কাকে নিয়ে লিখব ইত্যাদি এমন প্রশ্ন উদয় হচ্ছে!
প্রকৃতিই রহস্যময়, প্রকৃতিই সুন্দর!
জঙ্গলে থাকাকালীন প্রকৃতির সৌন্দর্য এবং অতি-দরিদ্র সরল মানুষদের ভালোবাসাও ভক্তি নিয়েই লেখক উত্তম পুরুষের মাধ্যমে, পনেরো-ষোল বছর আগেরকার কাটানো সময় গুলোর স্মৃতিচারণ।
ভানুমতী, কুন্তা, মঞ্চী, গিরধারীলাল, নকছেদী ইত্যাদি চরিত্রগুলো মন ছোঁয়ে যাওয়ার মতো। ভক্তি মূলক, 'বাবুজী, হুজুর' ইত্যাদি যেন খুব মিষ্টিই শুনাত ওঁদের মুখে।
আহ্ বিভূতিভূষণ, প্রকৃতিকে যেন আরও নতুনভাবে উপলব্ধি করতে শিখিয়েছে!
আরও সহস্রবার পড়ার ইচ্ছা, বইটি।
05: Love for imperfect Things.
~Haemin Sunim.
ধরন: আত্ম উন্নয়নমূলক
আরণ্যক বইটি ছিল, এমন একধরনের অনুভব করার মতো বই।
রিভিউ লিখতে গিয়ে, ঠিক এই মুহুর্তে, কি লিখব, কিভাবে লিখব, কাকে নিয়ে লিখব ইত্যাদি এমন প্রশ্ন উদয় হচ্ছে!
প্রকৃতিই রহস্যময়, প্রকৃতিই সুন্দর!
জঙ্গলে থাকাকালীন প্রকৃতির সৌন্দর্য এবং অতি-দরিদ্র সরল মানুষদের ভালোবাসাও ভক্তি নিয়েই লেখক উত্তম পুরুষের মাধ্যমে, পনেরো-ষোল বছর আগেরকার কাটানো সময় গুলোর স্মৃতিচারণ।
ভানুমতী, কুন্তা, মঞ্চী, গিরধারীলাল, নকছেদী ইত্যাদি চরিত্রগুলো মন ছোঁয়ে যাওয়ার মতো। ভক্তি মূলক, 'বাবুজী, হুজুর' ইত্যাদি যেন খুব মিষ্টিই শুনাত ওঁদের মুখে।
আহ্ বিভূতিভূষণ, প্রকৃতিকে যেন আরও নতুনভাবে উপলব্ধি করতে শিখিয়েছে!
আরও সহস্রবার পড়ার ইচ্ছা, বইটি।
05: Love for imperfect Things.
~Haemin Sunim.
ধরন: আত্ম উন্নয়নমূলক
ব্যক্তিজীবনে সবচেয়ে impactful বই ছিল, Haemin Sunim এর 'The things you can.see only when you slow down'
পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনাবলী, যেগুলো আমাদের নিত্যদিনের চিন্তার বিষয় অথবা সঠিকভাবে ভাবতে না পারা বিষয় গুলোকে গুছিয়ে বুঝানোর চেষ্টা ছিল বইটিতে। বইটি পড়লেই বুঝা যাবে, কতটুকু পজিটিভ প্রভাব আপনার জীবনে ফেলবে।আমার একটা বিশেষ দিনে, বইটি নিজেকেই গিপ্ট দিয়েছিলাম!
Love for imperfect things বইটি, 2nd part বলা যায়।
06: চাঁদের অমাবস্যা
~সৈয়দ ওয়ালীউল্লাহ
ধরন: উপন্যাস
একজন মানুষ, যখন আকস্মিক কোন অপরাধের সম্মুখীন কিংবা সাক্ষী হন, তখন উক্ত ব্যাক্তির মনস্তাত্ত্বিক এবং চিন্তাধারার মধ্যে যে প্রভাব পরে তা, যুবক শিক্ষক আরাফ আলীর মধ্যে দিয়েই ফুটিয়ে তুলেন।
উপন্যাসটি যদিও শুরুর দিকে প্রচুর থ্রিলিং একটা অনুভূতি জাগিয়েছিল, কিন্তু একই কন্চেপ্ট(বিষয়)কে ঘিরেই ছিল বলে, একটা একঘেয়ে ভাব নিয়ে শেষ করতে হল!
07: কাদম্বরীদেবীর সুইসাইড-নোট
~ রঞ্জন বন্দ্যোপাধ্যায়
ধরন: জীবনমূলক রচনা
উপন্যাসটি যদিও শুরুর দিকে প্রচুর থ্রিলিং একটা অনুভূতি জাগিয়েছিল, কিন্তু একই কন্চেপ্ট(বিষয়)কে ঘিরেই ছিল বলে, একটা একঘেয়ে ভাব নিয়ে শেষ করতে হল!
07: কাদম্বরীদেবীর সুইসাইড-নোট
~ রঞ্জন বন্দ্যোপাধ্যায়
ধরন: জীবনমূলক রচনা
বই হিসেবে অসাধারণ, তবে গল্পটা সম্পূর্ণই লেখকের নিজের মতো করে বানানো।
খুব গুছিয়েই লেখা হয়েছে, বুঝার উপায় নেই যে 'কল্পিত নাটক নাকি আসল চিঠি'।
রবী ঠাকুরের বেরে উঠা, এবং বিশ্বকবি হয়ে উঠার পেছনে, যে মানুষটির ভূমিকা ছিল, তাঁদের সুন্দর কাহিনী নিয়ে লেখা।
08: মতিচূর
~ বেগম রোকেয়া
ধরন: প্রবন্ধগ্রন্থ
খুব গুছিয়েই লেখা হয়েছে, বুঝার উপায় নেই যে 'কল্পিত নাটক নাকি আসল চিঠি'।
রবী ঠাকুরের বেরে উঠা, এবং বিশ্বকবি হয়ে উঠার পেছনে, যে মানুষটির ভূমিকা ছিল, তাঁদের সুন্দর কাহিনী নিয়ে লেখা।
~ বেগম রোকেয়া
ধরন: প্রবন্ধগ্রন্থ
মতিচূর প্রবন্ধটি দু'টি খন্ডে বিভক্ত। যেখানে প্রথম খন্ডটি ১৯০৪ সালে, এবং দ্বিতীয় খন্ডটি ১৯২২ সালে প্রকাশিত হয়।
নারীবাদী লেখকিা হিসেবে পরিচিত বেগম রোকেয়া, মতিচূর গ্রন্থটিতেও প্রতিটি প্রবন্ধের মধ্যে নারীর অধিকার, স্বাধীনতা, শিক্ষা, জীবনযাপন এবং সমাজে পুরুষতান্ত্রিক সমাজ দ্বারা কতটা অবহেলিত ইত্যাদি বিষয়াবলি নিয়ে ১৮৯ পৃষ্ঠার এ গ্রন্থটির মধ্যে বিস্তর আলোচনা করেন।
বিশেষত নারীদেরকে, তাঁদের অধিকার নিয়ে সচেতন হওয়ার জন্য শিক্ষা যে কতটুকু গুরুত্বপূর্ণ, এবং সঠিক শিক্ষা ছাড়া যে তাঁরা তাঁদের অধিকার আদায় হতে শুরু করে, সন্তান পালন, স্বাভাবিক জীবনযাপন অর্থাৎ কোনটা তাঁদের করা উচিৎ কিংবা উচিৎ না সেটা চিনতে পারবেন না ইত্যাদি বিশ্লেষণ করেন।
'সুলতানার স্বপ্ন', 'ডেলিশিয়া হত্যা', 'অর্ধাঙ্গী', 'সৌরজগৎ', 'নার্স নেলী' প্রবন্ধগুলো বিশেষত উল্লেখযোগ্যভাবে, এখনো গ্রাম্য কিছু কিছু সমাজের সাথে অনেকটাই সম্পর্কিত ভাব দেখা যায়।
নারীরা এখনো কিভাবে অবহেলিত অর্থাৎ এখনো নারী শিক্ষাকে অর্থ অপচয় মনে করা, স্বামী এবং স্ত্রীর সম্পর্ককে 'প্রভু-দাসী' মনে করা, ধর্মীয় কুসংস্কার ইত্যাদি দিকগুলো প্রায় একশো বছর আগেরকার ঘটনার সাথে অনেকটাই সম্পর্কিত। আমাদের আশেপাশের গ্রামাঞ্চল গুলোতে এখনো এগুলোর চাক্ষুষ সাক্ষী পাওয়া যাবে।
বেগম রোকেয়াকে, যদিও অনেকে কয়েকটি ছোট ছোট উক্তির মধ্য দিয়ে ভুল ব্যাখ্যা করার চেষ্টা করতে দেখা যায়! মনে হয়না, তারা যদি মতিচূর গ্রন্থটি ঠিক ভালোভাবে পড়ে, এবং বিশেষ উক্তিগুলোর ফুটনোটসহ পড়ে, তাহলে নারী শিক্ষা যে কতখানি গুরুত্বপূর্ণ তা ভালোভাবে অনুধাবন করতে পারবে।
গ্রামের বেশ কয়েকজনকে বইটি উপহার দেওয়ার চিন্তা-ভাবনা পড়ার সময়ই ঠিক করা হয়ে গেছে।
হ্যাপি রিডিং!
09: একজন আলি কেনানের উত্থান পতন
~আহমদ ছফা
ধরন: উপন্যাস
নারীবাদী লেখকিা হিসেবে পরিচিত বেগম রোকেয়া, মতিচূর গ্রন্থটিতেও প্রতিটি প্রবন্ধের মধ্যে নারীর অধিকার, স্বাধীনতা, শিক্ষা, জীবনযাপন এবং সমাজে পুরুষতান্ত্রিক সমাজ দ্বারা কতটা অবহেলিত ইত্যাদি বিষয়াবলি নিয়ে ১৮৯ পৃষ্ঠার এ গ্রন্থটির মধ্যে বিস্তর আলোচনা করেন।
বিশেষত নারীদেরকে, তাঁদের অধিকার নিয়ে সচেতন হওয়ার জন্য শিক্ষা যে কতটুকু গুরুত্বপূর্ণ, এবং সঠিক শিক্ষা ছাড়া যে তাঁরা তাঁদের অধিকার আদায় হতে শুরু করে, সন্তান পালন, স্বাভাবিক জীবনযাপন অর্থাৎ কোনটা তাঁদের করা উচিৎ কিংবা উচিৎ না সেটা চিনতে পারবেন না ইত্যাদি বিশ্লেষণ করেন।
'সুলতানার স্বপ্ন', 'ডেলিশিয়া হত্যা', 'অর্ধাঙ্গী', 'সৌরজগৎ', 'নার্স নেলী' প্রবন্ধগুলো বিশেষত উল্লেখযোগ্যভাবে, এখনো গ্রাম্য কিছু কিছু সমাজের সাথে অনেকটাই সম্পর্কিত ভাব দেখা যায়।
নারীরা এখনো কিভাবে অবহেলিত অর্থাৎ এখনো নারী শিক্ষাকে অর্থ অপচয় মনে করা, স্বামী এবং স্ত্রীর সম্পর্ককে 'প্রভু-দাসী' মনে করা, ধর্মীয় কুসংস্কার ইত্যাদি দিকগুলো প্রায় একশো বছর আগেরকার ঘটনার সাথে অনেকটাই সম্পর্কিত। আমাদের আশেপাশের গ্রামাঞ্চল গুলোতে এখনো এগুলোর চাক্ষুষ সাক্ষী পাওয়া যাবে।
বেগম রোকেয়াকে, যদিও অনেকে কয়েকটি ছোট ছোট উক্তির মধ্য দিয়ে ভুল ব্যাখ্যা করার চেষ্টা করতে দেখা যায়! মনে হয়না, তারা যদি মতিচূর গ্রন্থটি ঠিক ভালোভাবে পড়ে, এবং বিশেষ উক্তিগুলোর ফুটনোটসহ পড়ে, তাহলে নারী শিক্ষা যে কতখানি গুরুত্বপূর্ণ তা ভালোভাবে অনুধাবন করতে পারবে।
গ্রামের বেশ কয়েকজনকে বইটি উপহার দেওয়ার চিন্তা-ভাবনা পড়ার সময়ই ঠিক করা হয়ে গেছে।
হ্যাপি রিডিং!
09: একজন আলি কেনানের উত্থান পতন
~আহমদ ছফা
ধরন: উপন্যাস
'কুসংস্কার, ধর্মান্ধতা, ক্ষমতা, মুক্তিযুদ্ধ' এসব নিয়েই উপন্যাসের প্লটটি খুব গুছানো ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
ধর্মভক্তি এবং অজ্ঞতাকে পুঁজি করে ব্যবসায়, আর, ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো এখনো সমাজের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।
আলি কেনানের মতো মানুষদের উত্থান-পতন হয়, এরপর, আবার উত্থান-পতন, এবং দিনশেষে একধরনের হাহাকার নিয়ে বিদায় হওয়া!
10: শেষের কবিতা
~রবীন্দ্রনাথ ঠাকুর
ধরন: উপন্যাস
ধর্মভক্তি এবং অজ্ঞতাকে পুঁজি করে ব্যবসায়, আর, ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো এখনো সমাজের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।
আলি কেনানের মতো মানুষদের উত্থান-পতন হয়, এরপর, আবার উত্থান-পতন, এবং দিনশেষে একধরনের হাহাকার নিয়ে বিদায় হওয়া!
10: শেষের কবিতা
~রবীন্দ্রনাথ ঠাকুর
ধরন: উপন্যাস
অনবদ্য এক ভালোবাসা গল্প!
"মোর লাগি করিয়ো না শোক,
আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক।
মোর পাত্র রিক্ত হয় নাই--,
শূন্যরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই।
উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে
সেই ধন্য করিবে আমাকে।"










0 Comments