সুতারাং, হারলে গালি দিব, ভালো করলে পুরানো সব ভুলে গিয়ে, চায়ের দোকানে কিংবা বন্ধু-মহলের কাছে প্রশংসায় বুক ভাসাব।
আমি খেলার এপ্রোচ,কিংবা ব্যাটিং স্টাইল এসব বুঝিনা, আবার, খেলার নিয়মকানুন কিংবা অজুহাত দেখিয়ে লাভ নেই।
আমার এসবে কিছুই যায়-আসে না!
আমি হারলে গালি দিবই!!
বাংলাদেশের ক্রিকেট খেলাটা এখন আবেগের বিষয় হয়ে গেছে। সেই যখন ২০১১ সালের খেলা দেখতে শুরু করেছিলাম, ঠিক তখন হতেই খেলটাকে আবেগ দিয়েই দেখি, যুক্তি দিয়ে নই।
তখনো অল্পবয়স, হয়তো শিশুই বলা যাবে, এতো ডিজিটাল(হাতে হাতে স্মার্টফোন) ছিল না, পত্রিকার গুরুত্ব বুঝতাম না, তবুও পত্রিকা কিনতাম, এবং শেষের দিক হতে প্রথমে, দ্বিতীয় পৃষ্ঠাটা খুলতাম (কেন বলে দিতে হবে!?), এবং মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ (এ পঞ্চ-পাণ্ডবদের ছাড়াও), প্রায় খেলোয়াড়ই ছবি কাটিং করতাম এবং খুব যত্ন করে, ডায়েরির মধ্যে আঁটা দিয়ে লাগিয়ে রাখতাম।
আহা, সেই অবুঝ শিশুটি কি তখনও খেলা বুঝত?
ঠিক, এখনো বুঝি না, তাই তো, তামিমের বিদায়, সাকিবেকে নিষেধাজ্ঞা কিংবা খেলার মধ্যে নোংরা পলিটিক্সের কথা শুনলে, আঁতকে উঠি।
আমার এখনো স্পষ্ট মনে আছে, নিদাহাস ট্রফি-২০১৮ তে, বাংলাদেশ ফাইনালে ওঠার পর জয়(মিছিল) দিয়ে গলা ফাটিয়েছিলাম, আবার জিততে জিততে,ভারতের কাছে হারার পর, অশ্রুসিক্ত নয়নে রাত পার করেছিলাম!
এখনো বাংলাদেশ হারার পর, খেলা দেখব না বলে, হাজারো শপথ করি, কিন্তু রুমমেইটরা পাশে বসে খেলা দেখলে, কান পেতে, তবুও ধারাভাষ্যকারের কমেন্ট্রি শুনার চেষ্টা করি।
Please, at least, don't try to reason with me, about Bangladesh Cricket.
আমি হারলে গালি দিবই!!
বাংলাদেশের ক্রিকেট খেলাটা এখন আবেগের বিষয় হয়ে গেছে। সেই যখন ২০১১ সালের খেলা দেখতে শুরু করেছিলাম, ঠিক তখন হতেই খেলটাকে আবেগ দিয়েই দেখি, যুক্তি দিয়ে নই।
তখনো অল্পবয়স, হয়তো শিশুই বলা যাবে, এতো ডিজিটাল(হাতে হাতে স্মার্টফোন) ছিল না, পত্রিকার গুরুত্ব বুঝতাম না, তবুও পত্রিকা কিনতাম, এবং শেষের দিক হতে প্রথমে, দ্বিতীয় পৃষ্ঠাটা খুলতাম (কেন বলে দিতে হবে!?), এবং মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ (এ পঞ্চ-পাণ্ডবদের ছাড়াও), প্রায় খেলোয়াড়ই ছবি কাটিং করতাম এবং খুব যত্ন করে, ডায়েরির মধ্যে আঁটা দিয়ে লাগিয়ে রাখতাম।
আহা, সেই অবুঝ শিশুটি কি তখনও খেলা বুঝত?
ঠিক, এখনো বুঝি না, তাই তো, তামিমের বিদায়, সাকিবেকে নিষেধাজ্ঞা কিংবা খেলার মধ্যে নোংরা পলিটিক্সের কথা শুনলে, আঁতকে উঠি।
আমার এখনো স্পষ্ট মনে আছে, নিদাহাস ট্রফি-২০১৮ তে, বাংলাদেশ ফাইনালে ওঠার পর জয়(মিছিল) দিয়ে গলা ফাটিয়েছিলাম, আবার জিততে জিততে,ভারতের কাছে হারার পর, অশ্রুসিক্ত নয়নে রাত পার করেছিলাম!
এখনো বাংলাদেশ হারার পর, খেলা দেখব না বলে, হাজারো শপথ করি, কিন্তু রুমমেইটরা পাশে বসে খেলা দেখলে, কান পেতে, তবুও ধারাভাষ্যকারের কমেন্ট্রি শুনার চেষ্টা করি।
Please, at least, don't try to reason with me, about Bangladesh Cricket.
একদিন যদি সত্যি সত্যি বাংলাদেশ, ক্রিকেটে বিশ্বকাপ জিতে যায়, তাহলে...!
অবশ্যই অযুক্তিক সমালোচনা অগ্রহণযোগ্য।









0 Comments