নিমীলিতালোচনা

হে আমি জীবননান্দ, নহে আমি সুকান্ত
কোন ছন্দে,
তোমার নিমিত্তে কবিতা রচিয়া,
আপনারে(নিজ) করি মুক্ত!

সত্যের তলোয়ার'এর
অপর নাম সাইফুল,
'কবি' সম্বোধন করিয়া
আমারে তুমি করিয়াছ ব্যাকুল(অস্থির)।

তব, পুষ্পাঞ্জলি করিব না আমি,
যদিও, কল্যাণবরেষু তুমি।
আমি বিদ্রোহী,
আমার শোণিত ধারায়, বহমান রয়েছে
মুসোলিনি, আর হিটলার,
তাই, আপনারে(নিজ) ছাড়া
কাহারেও করি না নমস্কার।

সত্যের প্রতি অনড় থাকার আহ্বানে,
অন্যায়চারির বিরুদ্ধে বিজয়ী
তীক্ষ্ণ শোণিত অসি'র মধ্য দিয়েই
তোমাকে সাধুবাদ জানাই।








পুনশ্চ: সাইফুল শব্দের অর্থ ☞ সত্যের তলোয়ার, আল্লাহর তরবারি। খালেদ বিন ওয়ালিদ, হযরত মুহাম্মদ (সঃ) এর কাছ হতে এ উপাধি পান।


(04.07.22)
Reactions

Post a Comment

0 Comments