'Weekend' বলে একটা শব্দ আছে, ছোটবেলায় অপেক্ষা করতাম এই দিনের জন্য, যাতে সারাদিন ফুটবল, ঘুরাঘুরি কিংবা বিভিন্ন খাবারের আয়োজন করার মাধ্যমে সময়টা কাটাতে পারি।
কোন আয়োজন করতে চাইলে, সেটা ফিক্সড করি, weekend এ অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে।
বড় কিছু স্বপ্নের টানে শহুরের পথে পা বাড়িয়ে ছিলাম তা-ও বহু বছর আগে। স্বপ্নগুলো এখন ছোট্ট ছোট্ট বহুভাগে বিভক্ত।
পরীক্ষা, এসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ক্লাস টেস্ট এদের সাথে কোচিং, টিউশন ইত্যাদি, আবার মাঝেমধ্যে 'ভবিষ্যত ভাবনা' নামে এক ডিপ্রেশন নিয়ে ভার্সিটি জীবনটা পার হয়ে যাচ্ছে।
একটু খানি সাহিত্যের রস উপভোগ করার প্রত্যয়ে, অপেক্ষায় থাকি কিছু সময়ের। এজন্যই হাতের পাশে সবসময়ই কোন না কোন সাহিত্যের বই রাখার চেষ্টা করি, যাতে সুযোগ ফেলে গোগ্রাসে গেলার চেয়ে, একটি কবিতার লাইন পড়ে, চোখ বুজে রসটুকু ভোগ করার চেষ্টা করি।
জানি না কবে,কখন, কোথা হতে
সাহিত্যের প্রতি আলাদা একটা ভালোবাসা জন্ম নিয়েছে। আমার স্রষ্টার কাছ হতে অনেক গুরুত্বপূর্ণ কিছু পাওয়ার মধ্যে সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি করে দেওয়াটাই, অনেক বড় একটা প্রাপ্তি বলেই মনে করি।
যাইহোক, এখনকার সময়ে weekend কিংবা কোন ছুটির দিন ফেলেই, দৌড়ে চলে যায় পাবলিক লাইব্রেরী (বাতিঘর) কিংবা পুরাতন লাইব্রেরিতে। ভালোই লাগে, বই গুলো এদিক-ওদিক উল্টে-পাল্টে দেখতে।
নিচের ছবিটি, চট্টগ্রাম বাতিঘরে পড়ার সময়, মা-ছেলের খুনসুটি। ছোট্ট শিশুটি এদিক-ওদিক দৌড়াদৌড়ি করার সময় মা যখন বিভিন্ন এঙ্গেলে ছবি তুলতে ব্যাস্ত, তখন আমিও এ সুন্দর দৃশ্যটিকে মুঠোফোনে ধারণ করার লোভটা সামলাতে পারলাম না।
শিশুকে লাইব্রেরিতে নিয়ে আসুন, বই নিয়ে ঘাটাঘাটি করতে করতে এক পর্যায়ে সেও বই প্রেমী হয়ে উঠবে।
পৃথিবীটা বইয়ের হোক❣️
.jpg)
.jpg)
0 Comments