আমি তোমাকে ভেবেই পার করিয়ে দেব।
বসন্ত আবার ঘনিয়ে আসুক,
আমি তোমায় নিয়ে কবিতা লিখব।
| Sunset |
তিমির রাত ঘনিয়ে, ধবল জ্যোৎস্না
আবার নেমে আসুক,
আমি মনের রং তুলি দিয়ে,
তোমার আলেখ্য খানা আকঁব।
অসময়ে এই শহরে আবার বৃষ্টি নামুক,
আমি ছাতা হাতে অলিগলিতে তোমায় খোঁজে বেড়াব।
সেই দিনটি আবার,
আমার জীবনে ফিরে আসুক,
আমি আমার মায়ার চাদঁরে, তোমায় আগলে রাখব।
0 Comments