বিজয় দিবস'২১

চারদিকেই উৎসব মুখর পরিবেশ!
গত দুদিন ধরে ধুলোবালি দিয়ে গড়া এই যান্ত্রিক শহরটিও কুমারী মেয়ের মতো বিভিন্ন রুপে সাজতে শুরু করেছে।
মনের মধ্যে কেন জানি ঈদ ঈদ ভাব চলে আসতেছে, দেখতেই ভালো লাগে।
প্রতিহিংসার রাজনীতি আর অসুস্থ মানসিকতা হতে বেরিয়ে এসে, বিজয় উল্লাসের আলো ছড়িয়ে দিন সবার দুয়ারে দুয়ারে।
এই তীব্র শীতে রাস্তায় রাত কাটিয়ে দেওয়া অশীতিপর বৃদ্ধ আর পথশিশুর পক্ষ হতে বিজয় দিবসের শুভেচ্ছা❣️ রইল।



Reactions

Post a Comment

0 Comments