মাহফিল

ভাই, আমি রাতে ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু ঘুমাতে পারতেছি না!
এর কষ্ট বুঝেন?

আমি জানি না, ইসলাম ধর্মে কি এমন কোন ফরজ নিয়ম আছে কিনা যে 'রবিউল আওয়াল' মাসের ১২তাং এর পর হতে টানা প্রায় ২মাস পর্যন্ত প্রত্যেক দিনই ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে! এরকম স্বতঃসিদ্ধ কোন নিয়ম থাকলে, আমাকে একটু জানাই দিয়েন, যাতে তওবা করতে পারি।
 
কারণ, আমি যেখানে থাকি, তার প্রতিটা গলিতে গলিতে যে রাত ৩টা পর্যন্ত ওয়াজ মাহফিলের আয়োজন করতেছে, তাদেরকে মনে মনে প্রচুর গালি দিয়েছি, দিচ্ছি।
দরজা-জানালা সব বন্ধ করে দিয়েছি, মনে হয় না, একটা বাতাসও ভেতরে ঢুকতে পারবে, তারপরও, হুহুহু...হুহুহুহু....হুহুহুহু, কিংবা হঠাৎ চিৎকারে চমকে উঠতেছি।
কয়েকটা শব্দ অবশ্যই বুঝা যায়,তবে মনে হয় না, এগুলো আমার মনে লাগতেছে।
 

এখন রাত ৩টা, আগামীকাল সকাল ৯টার মধ্যে কল করে ডাক্তারের সিরিয়াল দিতে হবে, এবং মেডিকেলে যেথে হবে ব্লাড মেনেজ করার জন্য। আগামীকাল সারাদিন এবং রাত, আমার চাচা-চাচী দুজনেই ক্যান্সার আক্রান্ত, রোগীদের সাথে সময় দিতে হবে আমাকে। কিন্তু এখন প্রচন্ড মাথা ব্যাথা করতেছে, কালকে কি ঘুম হতে উঠতে পারব? যদি না পারি, সিরিয়াল কিভাবে দিব? আর, ব্লাড মেনেজ কিভাবে করব?
আমার মনে হয় না, বিকাল চারটা হতে রাত তিনটা পর্যন্ত মাইকের মধ্যে মধুর তেলওয়াত করলেও, একটা সুস্থ মানুষ সুস্থ থাকতে পারবে। সেখানে অসুস্থ রোগী কিংবা যাদের হয়তো আগামীকাল পরীক্ষা,তাঁরা..?

বারো মাসে বারোবার ওয়াজ মাহফিল করেন, একজন অমুসলিমও শুনার চেষ্টা করবে, কি বলতে চাচ্ছে সেটা বুঝার জন্য। কিন্তু এখন..! আয়োজক কমিটি এবং তার ছেলে-মেয়ে সহ বিরিয়ানির লোভে হয়তো কয়েকজন শেষ পর্যন্ত থাকার চেষ্টা করে।

ভুল কিছু বলে থাকলে, যুক্তিমূলক কিছু মন্তব্য করে বুঝিয়ে দিন। অন্যথায়, আমার ব্যাক্তিগত ধর্ম নিয়ে আপনার মনে বাড়াবাড়ি না করার অনুরোধ করছি।
(১৩ নভেম্বর ২০২১, রাত ৩টা।)
Reactions

Post a Comment

0 Comments