হাসি

মি মাঝেমধ্যে নিজের হাসির উপর নিজেই প্রেমে পরে যায়,
             কি অদ্ভুত সুন্দর হাসি!
                    অস্পষ্ট।

    আয়নার সামনে হাসিটা দেখার জন্য
            কি এক তাড়াহুড়ো!
হতাশ! হাসিটা তখন কৃত্রিম হয়ে যায়।

আমি, হাসিটা কেবল তখনই খোঁজে পাই,
যখন
কবির ছন্দ, লেখকের শব্দ চয়ন,আর
অকস্মাৎ সৌন্দর্যের প্রেমে পরে যায়।

মনে হয়,
ক্যামেরা বন্দী করে যদি হাসিটা ধরে রাখতে পারতাম,
মোনালিসার সেই বিখ্যাত হাসিটাকেও হার মানাত।।


Reactions

Post a Comment

0 Comments