সময়ের সাথে পাল্লা দিয়ে জীবন বদলে যায়, তখন ধীরে ধীরে জীবনের গল্প গুলো পাল্টে যেথে শুরু করে।
পুরাতন গল্প গুলো তার সুমিষ্ট স্মৃতি, নতুন গল্পের মধ্য দিয়ে মুছে দেওয়ার বৃথা চেষ্টা করে।
অনেক গুলো বছর পর ড্রয়ারের এককোণে খুব যত্ন করে রেখে দেওয়া, প্রিয়তমা, তোমার নামে লেখা খন্ড খন্ড, 'সেই প্রথম দেখার অনুভূতি, শীতের সকালে ধূসর গোলাপি রঙের চাঁদর জড়িয়ে, তুমি কোচিং ক্লাসে এসেছিলে- তখন তোমাকে নিয়ে কি জানি একটা কবিতা লিখেছিলাম, আহ্ মনে পড়তেছে না এখন!' পাতা গুলো যখন চোখে পড়ে, সত্যি বলছি এখনো আমার ঠোঁটের কোণে মৃদু লজ্জার হাসি ফুটে ওঠে।
0 Comments