নিরুপায় হয়ে বোবা মেয়েকে বিয়ে করে, একরাতে স্ত্রীকে হারমোনিয়ামে গান গাওয়ার অক্লান্ত চেষ্টা করতে দেখে হঠাৎ করেই মমতা অনুভব করে সে স্ত্রীর প্রতি। ১৯৬৯ এর গণঅভ্যুত্থান মিছিলের সময়কার একটা মুহূর্তে লেখকের মনে হঠাৎ প্রশ্ন জাগে “কোন রক্ত বেশি লাল- শহীদ আসাদের না আমার বউয়ের?”


বইয়ের নামঃ ওঙ্কার
লেখকঃ আহমদ ছফা
ব্যাক্তিগত রেটিংঃ ৫/৫



মাত্র ৪৩ পৃষ্টার উপন্যাসের মধ্যেও যে এত আবেগ,আনন্দ,উচ্ছাস তুলে ধরা যায়, তা.... পড়েই দেখুন।

Reactions

Post a Comment

0 Comments