মুসলিম সন্তান মুসলিম থাকবে কি না, কাফেরর সন্তান মুসলিম হবে কিনা -দুটোই নির্ভর করে একটা আমলের উপর--দাওয়াহ।
একজন সাধারণ শিক্ষায়(নন-ইসলামিক) শিক্ষিত বাঙালি ইসলামের পথে ফিরে আসা হতে শুরু করে কিভাবে আস্তে আস্তে প্রাক্টিসিং মুসলিম হয়ে উঠা, পরিবারে দাওয়াহ, বিয়ে, সন্তানের শিক্ষা, ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদ, অর্থময় জীবন ইত্যাদি এরকম প্রায় ১১টা বিষয় এবং তার সব দিকনির্দেশনা নিয়ে সাজানো একটি বই।
বইয়ের নামঃ কুররাতু আইয়ুন( যে জীবন জুড়ায় নয়ন)
লেখকঃ ডা. শামসুল আরেফীন
ধরণঃ ইসলামিক দীনের দাওয়াহ
⇸অনুভূতি লিখে বুঝানো যায় না,অনুভূতিকে অনুুভবেই বুঝতে হয়।
0 Comments