দ্য এ্যালকেমিস্ট

নামঃ দ্য এ্যালকেমিস্ট
ধরণঃ জীবনদর্শন মূলক

লেখকঃ পাওলো কোয়েলহো 

 অনুবাদকঃ মাকসসুদুজ্জামান খান 


সান্তিয়াগো নামক আন্দালুসিয়ান এক স্বপ্নচারী রাখাল বালককে নিয়ে সাজানো এক গল্পের চলে জীবনদর্শন মূলক, বিশ্বের প্রায় ৮০টি ভাষায় অনূদিত, আন্তর্জাতিক বেস্টসেলার একটি বই।

বাবা মায়ের ইচ্ছে ছিল, ছেলেটা যাজক হয়ে, সমাজে সম্মান অর্জন করবে, কিন্তু ছেলের ইচ্ছে ঘুরে ঘুরে পৃথিবী দেখার। সুতারাং, যেই ভাবা সেই কাজ। বাবার দেওয়া মোহরগুলো দিয়ে, এক পাল ভেড়া নিয়ে, আন্দালুসিয়ার এক জায়গা হতে অন্য জায়গায় ঘুরাঘুরি করতে পৃথিবীকে বুঝার চেষ্টা করে। এমন সময় পর পর দুদিন মিসরের পিরামিডের নিচে গুপ্তধনের একই স্বপ্ন দেখতে ফেলে, উক্ত গুপ্তধনের ১০ভাগের ১ভাগ দেওয়ার চুক্তিতে, এক সন্ন্যাসী তার ব্যাখ্যা দিলেন। কিন্তু গুপ্তধনটি কিভাবে পেতে তার কিছুই বলতে পারলেন না। 

কয়েকদিন পর সান্তিয়াগো মরুভূমিতে বসে একটা বই পড়ার সময়, এক বৃদ্ধ রাজার  সাক্ষাতে, মিসরের যাওয়ার সঠিক দিকনির্দেশনা ফেলেন, যে কিনা সান্তিয়াগোর অতীত এবং স্বপ্নের বিষয়ে জানত। তারপর, রাজার কাছে ভেড়ার পালটি বিক্রি করে, উক্ত টাকা গুলো দিয়ে মিসরের উদ্দেশ্যে রওনা দিল।

যাত্রা পথে, অর্থের সংকোলানের কারণে, চায়ের দোকানে কয়েকমাস চাকরিও করেন। এরপর, এক ইংরেজ যে কিনা এ্যালকেমিস্ট খোঁজতেছিল, তার যাত্রাপথে ‍ সঙ্গী হয়ে এক মরু যুদ্ধ ক্ষেত্রে এসে পড়ে। উক্ত মরুর দেশে ফাতেমা নামক  এক মেয়ের প্রেমে পড়ে যায়, সান্তিয়াগো। এমন সময়, এক প্রকৃত  এ্যালকেমিস্টের সাথে দেখা হয়ে যায়, সান্তিয়াগোর, যে কিনা তার স্বপ্নপূরণে সম্পূর্ণ  করে। বিদায়কালে ফাতেমার প্রথম স্পর্শ....

মূল বক্তব্যঃ   স্বপ্নকে আকঁড়ে ধরে, নিজিকে নির্দিষ্ট লক্ষপানে এগিয়ে নিয়ে যাওয়া। স্বপ্নপূরন করতে গিয়ে অবশ্যই বাধাঁ       আসবে, এবং প্রতিটা মুহূর্তে যে বাধাঁ আসবে, সেটাকে পুজিঁ করে  এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল রহস্য।

--সাধারণ কিছু কথাকে অসাধারণ ভাবেই তুলে ধরা হয়েছে বইটিতে। যেমনঃ 

↠তোমার হৃদয়ের কথা শোনো, সে সব জানে, কারণ, সে এসেছে আত্মার কাছ থেকে! আর একদিন সেখানেই ফিরে যাবে!

↠ফাতিমা তাকে জানায়— মরুভূমি তাদের কাছ থেকে আপনজন কেড়ে নেয়। মাঝে মাঝে আর ফিরে আসে না তারা। আরও বলে,— ”কেউ কেউ সত্যি ফিরে আসে। তখন আশায় বুক বাঁধে অন্যেরা। আমি হিংসা করতাম সে সব মেয়েকে। এখন থেকে আমিও একজনের অপেক্ষায় থাকব।

↠যখন তুমি কিছু পাবার জন্য চেষ্টা করবে তখন পুরো বিশ্বব্রহ্মাণ্ড তা পাই দিতে ফিসফাস করবে!

↠সুখের গোপন উৎস হলো, তোমাকে পৃথিবীর সব গোপন বিস্ময় দেখতে হবে, সেইসাথে মনে রাখতে হবে চামচের উপর থাকা একবিন্দু তেলের কথাও!

Reactions

Post a Comment

0 Comments