স্বপ্নপুরের উদ্দেশ্যে




না, আমি তোমাকে একা হারাতে দেব না।
প্রয়োজনে একসাথেই হারিয়ে যাব।

তোমার আঙ্গুলে আঙ্গুল রেখে, খালি পায়ে রিমঝিম বৃষ্টির মধ্যে মাইলের পর মাইল পাড়ি দেব। সারাটা সময় অপ্রয়োজনীয় অনেকগুলো কথার মধ্য দিয়ে অতিবাহিত করে দেব।
রাতের বেলায় তুমি কখনো নীল শাড়ি কিংবা হালকা হলুদ আর বেগুনি রং মেশানো শাড়িটি পড়বে আর আমি তোমার কাছ হতে উপহার পাওয়া কোনো একটি পাঞ্জাবি গায়ে দিয়ে রিকশায় চড়ে সারা শহর ঘুরে বেড়াবো।
আবার, যখন ভরা পূর্ণিমাতে চাঁদ তার ধবল জ্যোৎস্না গুলো এই গ্রহে ঢেলে দিতে শুরু করবে, তখন বেলকনিতে কিংবা ছাদের উপর বসে বসে, আকাশের তারা গুলো গুণার বৃথা চেষ্টা করব।
আবার, হয়তো কখনও কখনও তুমি হঠাৎ বায়না ধরে বসবে, ফুলের সুবাস ভেসে আসা, এই নব-ফাল্গুনী ভোরে, জীবনানন্দ কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা আবৃত্তি করে শুনাতে। আর, হয়তো আমিও বাধ্য-বোকা ছেলের মতো, ঘুম ভাঙ্গা চোখে ব্যস্ত হয়ে পরব, তোমার ইচ্ছে পূরণে...।

যৌবনে পদার্পণ করতে না করতেই, তোমার সাথে দেখা হয়েছিল কোন এক কোচিং ক্লাসে। সেই হতে এই মন আবেগী হয়ে উঠল, যা রীতিমতো অনিবারণযোগ্য হয়ে উঠেছে।
এই আবেগি মনের সাথে লুকোচুরি খেলতে গিয়ে,হঠাৎ হারিয়ে গেছ, আজ কয়েক হাজার বছর হয়ে গেল। তারপর হতে, এই বিশাল শহরের অলি-গলি হতে শুরু করে, সব জায়গায় তোমায় খুঁজেছি, শুধুই সাহসের সংকুলানের অভাবে পত্রিকায় নিখোঁজ সংবাদ বলে বিজ্ঞাপন দেওয়া হয়নি।
ফিরে এসো একটিবার, দেখবে আমি খুব বেশি আশ্চর্য হব না। দুজনেই না হয়, আবার একসাথে হারিয়ে যাব, কোন এক স্বপ্নপুরের উদ্দেশ্যে, স্বপ্ন পূরণের জন্য..।
এখনো প্রতীক্ষায় আছে...।।
#fictional

Reactions

Post a Comment

0 Comments