নামঃ "দ্যা আর্ট অব ওয়ার"
যুদ্ধ কৌশল ও পররাষ্ট্র নীতি বিষয়ক।
লেখকঃ সান জু
অনুবাদকঃ সাদমান ইব্রাহিম
শিরোনাম নামটি দেখেই আগ্রহ নিয়ে পড়া শুরু করলাম তেরোটা অধ্যায়ে বিভক্ত সাদমান ইব্রাহিমের অনুবাদটি।
আজ হতে প্রায় আড়াই হাজার বছর আগে লেখা বইটি নিঃসন্দেহে একজন দলের নেতা, যুদ্ধের সেনাপতি, একটি ব্যবসায়ের পরিচালক ব্যাক্তিবর্গদের পড়া এবং অনুশীলন করা উচিৎ বলে মনে করি।
একটি ব্যবসায়,দল,খেলা,যুদ্ধের ময়দানে মূল লক্ষ পৌঁছানোর জন্য অসাধারণ কতগুলো দিকনির্দেশনা রয়েছে। অনেকেই হয়তো তাদের মূল লক্ষে পৌছানোর জন্য নিজের মত করে দিক-নির্দেশনা দিয়েই যাচ্ছে, হতেও পারে নিজের অজান্তেই এর বেশির ভাগই আড়াই হাজার বছর আগে লেখা এ বইটির আলোচনার সাথে মিলে যেথে পারে।
শিরোনাম নামটি দেখেই আগ্রহ নিয়ে পড়া শুরু করলাম তেরোটা অধ্যায়ে বিভক্ত সাদমান ইব্রাহিমের অনুবাদটি।
আজ হতে প্রায় আড়াই হাজার বছর আগে লেখা বইটি নিঃসন্দেহে একজন দলের নেতা, যুদ্ধের সেনাপতি, একটি ব্যবসায়ের পরিচালক ব্যাক্তিবর্গদের পড়া এবং অনুশীলন করা উচিৎ বলে মনে করি।
একটি ব্যবসায়,দল,খেলা,যুদ্ধের ময়দানে মূল লক্ষ পৌঁছানোর জন্য অসাধারণ কতগুলো দিকনির্দেশনা রয়েছে। অনেকেই হয়তো তাদের মূল লক্ষে পৌছানোর জন্য নিজের মত করে দিক-নির্দেশনা দিয়েই যাচ্ছে, হতেও পারে নিজের অজান্তেই এর বেশির ভাগই আড়াই হাজার বছর আগে লেখা এ বইটির আলোচনার সাথে মিলে যেথে পারে।
তারপরও আড়াই হাজার বছর আগের লেখা এ বইটিতে যে দিক নির্দেশনা গুলো দেওয়া আছে, তা বর্তমানে আরো আপডেট করা জরুরি (ব্যাক্তিগত মতামত)।
বইয়ের কতগুলো লাইন..
☞ যুদ্ধক্ষেত্রে সেরা কারিশমা হচ্ছে, যুদ্ধ না করে শত্রুকে পরাস্ত করা।
☞ যুদ্ধে অসাধারণ ওস্তাদি হচ্ছে আপনি যখন বিনা বাধায় শত্রুর প্রতিরুধ বূহ্য ভেঙে ফেলেন।
বইয়ের কতগুলো লাইন..
☞ যুদ্ধক্ষেত্রে সেরা কারিশমা হচ্ছে, যুদ্ধ না করে শত্রুকে পরাস্ত করা।
☞ যুদ্ধে অসাধারণ ওস্তাদি হচ্ছে আপনি যখন বিনা বাধায় শত্রুর প্রতিরুধ বূহ্য ভেঙে ফেলেন।
⇨মার্কেটিং পলিসিঃ সেরা মার্কেটিং ওটাই যখন ক্রেতা টেরই পায় না যে আপনি তার কাছে কোন কিছু বিক্রয় করছেন।।

0 Comments