যদি পুনঃ জন্ম আসলেই থাকত!
২০০ কিংবা ৫০০ বছর পর যদি
আবার কোন এক মেঘলা বিকেলে
গুটি গুটি বৃষ্টির মধ্যে কদম তলার নিচে তুমি গায়ে নীল শাড়ী জড়িয়ে কদম কুড়াবে আর আমি ছাতা হাতে কানে হেডফোন দিয়ে বেপরোয়া ভাবে হেঁটে যাওয়ার সময়,
হঠাৎ মেঘের বিকট আওয়াজে তুমি ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরবে, আর আমি তোমার চুলের সুঘ্রাণে বিভোর হয়ে পড়ব।
এমন সময় তুমি চোখ তুলে আমার দিকে তাকাতেই দুজনেই দুজনার দিকে বিস্ময়ের দৃষ্টিতে থাকিয়ে থাকব, এবং মনে মনে, মনে করার চেষ্টা করব কোথাও যেন দেখেছি! কত দিনের যেন পরিচয়! চোখে চোখে কথা বলার চেষ্টা করব! এর কিছুক্ষণ পর তুমি লজ্জায় দৌড়ে পালাবে। আর আমি তাকিয়েই থাকব।
এভাবেই আবার নতুন করে প্রেমে পড়ব। আর প্রতি বৃষ্টির দিনে দুজনেই কদম ফুল কুড়িয়ে মালা তৈরি করে, তোমার চুলের খোপায় আঁটকে দিব।
এ জন্মের ব্যার্থ প্রেমের কাহিনীটা না হয় পরের জন্মেই সফলতার রুপ দেব। এ জন্মের মিছে স্বপ্ন গুলো পরের জন্মেই পূরণ করব।।
তাহলে হয়তো, হাজারো প্রেমিক এভাবে অপেক্ষায় থাকত,তাঁর প্রেয়সীর জন্য।
এ জন্মের ব্যার্থ প্রেমের কাহিনীটা না হয় পরের জন্মেই সফলতার রুপ দেব। এ জন্মের মিছে স্বপ্ন গুলো পরের জন্মেই পূরণ করব।।
তাহলে হয়তো, হাজারো প্রেমিক এভাবে অপেক্ষায় থাকত,তাঁর প্রেয়সীর জন্য।

0 Comments