থ্রি এ এম

লেখকঃ নিক পিরগ
অনুবাদকঃ সালমান হক
ধরনঃ থ্রিলিং উপন্যাস

হেনরি বিনস নামের একজন লোক হেনির বিনস নামের একটা রোগে আক্রান্ত। যার ফলে, ২৪ ঘন্টার মধ্যে ১ঘন্টা(রাত ৩টা হতে ৪টা পর্যন্ত) জেগে থাকে এবং বাকি ২৩ ঘন্টা ঘুম।
হঠাৎ একদিন, ৩টা ৫৯ মিনিটে পাশের বাড়িতে এক মেয়ের চিৎকার শুনতে পেয়ে জানালার পর্দা সরাতেই চোখে পড়ল আমেরিকার প্রেসিডেন্টকে। পরবর্তীতে জানতে পারে চিৎকার করা মেয়েটির খুন হয়েছে।
তার এই প্রতিদিন এক ঘন্টা নিয়ে লেগে গেল ইনভেস্টিগেট করতে। প্রতিটি মূহুর্তে আপনাকে পরবর্তী মূহুর্তে কি হবে সেটা জানার জন্য আগ্রহী করে তুলবে।
খুনির লিস্টে সন্দেহভাজন হিসেবে,
কখনো হেনরি বিনস
কখনো প্রেসিডেন্ট
কখনো প্রেসিডেন্টের ছেলে
কখনো প্রেসিডেন্টের প্রাত্তন স্ত্রী কিংবা
কখনো প্রাত্তন স্ত্রীর স্বামী...ইত্যাদি চরিত্র গুলো ঘুরতেই থাকবে।
এই রাতের এক ঘন্টার মধ্যে পারবে কি, খুনি পর্যন্ত পৌঁছাতে নাকি নিজেই ফেঁসে যাবে!!
Reactions

Post a Comment

0 Comments