আমি কবি হতে চাই


ই আবদ্ধ জীবনে
নিশ্বাস রুব্ধ হওয়ার মত অবস্থা।
চারদিকে,
মহামারীর ছড়াছড়ি,
এরই মাঝে তব কথা মনে পড়ে যায়।

ফিরে যেথে মন চাই,
সেই অবহেলিত দিনগুলোতে।

এ কেমন মহামারী.!
যেটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে,
অনেক মানুষের জীবন,
আবার,
সেটার কারণে হতে চলছে
দুটি মনের মিলন.!!

তুমি একদম টেনশন নিও না,
একদিন,, এই মহামারী শেষ হবে,
তারপর হতে,
দিনগুলোকে আর অবহেলিত হতে দিব না,
ততদিন, একটু ধৈর্য ধর।

আমি কবি হতে চাই,
অনে___ক গুলো কবিতা লিখব,
সেদিন(মহামারী_শেষে) পার্কে বসে শুধুই কবিতা শুনাব।।

Reactions

Post a Comment

0 Comments