স্বাধীনতা! স্বাধীনতা! স্বাধীনতা!
আসলেই এটা কি? একটা মুক্ত পাখি, যেটি আমাদের ক্ষতির কোন কারণই নই, সেটাকে শুধুই আমাদের সৌন্দর্য নামক এক ব্যাধির নাম দিয়েই বছরের পরয়েই বছরের পর বছর খাঁচায় আটকিয়ে রাখতেছি। আর যখন আমরা কোন মঞ্চ কিংবা জনসমক্ষে যায়, তখন স্বাধীনতা বলে বলে মাইক ফাটিয়ে পেলি। একবারও ভাববার সময় পাই না যে, ঐ নিরীহ পাখিটি কিভাবে খাঁচার ভেতর পরাধীনতায় ভোগতেছে। এইখানেই কি লুকিয়ে রয়েছে স্বাধীনতার মূল রহস্য।
আমরা যদি সেটিকে মুক্ত করেই বা না দিই, কিভাবেই বুঝব তার গুণ বা সৃজনশীলতা।
আসলেই এটা কি? একটা মুক্ত পাখি, যেটি আমাদের ক্ষতির কোন কারণই নই, সেটাকে শুধুই আমাদের সৌন্দর্য নামক এক ব্যাধির নাম দিয়েই বছরের পরয়েই বছরের পর বছর খাঁচায় আটকিয়ে রাখতেছি। আর যখন আমরা কোন মঞ্চ কিংবা জনসমক্ষে যায়, তখন স্বাধীনতা বলে বলে মাইক ফাটিয়ে পেলি। একবারও ভাববার সময় পাই না যে, ঐ নিরীহ পাখিটি কিভাবে খাঁচার ভেতর পরাধীনতায় ভোগতেছে। এইখানেই কি লুকিয়ে রয়েছে স্বাধীনতার মূল রহস্য।
আমরা যদি সেটিকে মুক্ত করেই বা না দিই, কিভাবেই বুঝব তার গুণ বা সৃজনশীলতা।
চলো স্বাধীনত শব্দটির সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করি।
নতুন ভাবে….।
এক উদিয়মান কিশোর, যার কিনা খুবই স্বাধীনতা দরকার, সে আজ কোন এক অচিন পাখির ভেতর, তাঁর পরাধীনতা অর্থাৎ বর্তমান সমাজব্যবস্হাকে খোঁজার চেষ্টা করতেছে।
নতুন ভাবে….।
এক উদিয়মান কিশোর, যার কিনা খুবই স্বাধীনতা দরকার, সে আজ কোন এক অচিন পাখির ভেতর, তাঁর পরাধীনতা অর্থাৎ বর্তমান সমাজব্যবস্হাকে খোঁজার চেষ্টা করতেছে।

0 Comments