সাধারণ হিসেবেই থাকতে চাই সবার মাঝে। আজকের এই ২০ বছর বয়সে হাজারো সংস্কৃতির মানুষের সাথে মেলামেশা করার সৌভাগ্য অর্জন করেছি। কিছু সংস্কৃতির সাথে খাপ খাওয়ার চেষ্টা করেছি, কিছু সংস্কৃতির সাথে খাপ খেয়েছি, আর কিছু সংস্কৃতি হতে নিয়মিত দূরে থাকার চেষ্টা করতেছি।
আজকের এই সাধারণ ছেলেটাও ৫বছর পূর্বে খুব সহজেই আবেগপ্রবণিত হয়ে যেত, যেটাকে জীবন হিসেবে বুঝত, সেটা আজ পাগলাটে হাস্যরস ছাড়া কিছুই না।
হয়তো বা আজকের এই ভাবনাটাও একদিন কিংবা আপনাদের কাছে বর্তমানে হাস্যরস হতে পারে।
কিন্তও এই সাধারণ জীবনে যখন অনাধারণ কিছু দেখতে পাই, তখন নিরব উল্লাসে মন ভরাই,
আর যদি ব্যাতিক্রম কিছু দেখি, প্রতিবাদ করার সাহস থাকলে কিছু বলার চেষ্টা করি নইতো
Headphone এর full volume এর গানে স্বস্তি খোঁজে বেড়ায়।
তেমন কিছু চাওয়া-পাওয়া নেই, তোমাদের পৃথিবীর কাছ হতে, শুধুই আমি আমার মত করে নতুন আরেকটি পৃথিবী গড়তে চাই।
Power/ক্ষমতা না্মক বিষাক্ত শব্দটি থাকবে না।
তোমাদের এই পৃথিবীতে যখন প্রথম এসেছিলাম তখন সুন্দর ছিল, কেননা তখন আমি কিছুই বুঝতাম না।
কিন্তও যতই বুঝতে শিখতেছি, ততই আমার নিশ্বাস বন্ধ হয়ে যেতে চাচ্ছে। ভাবতে গেলেই হোঁচট খেয়ে পড়ি।
তোমাদের এই পৃথিবীতে আমার খুবই কষ্ট হচ্ছে নিশ্বাস নিতে, চারদিকে ক্ষমতা নামক এক বিষাক্ততার ছড়াছড়ি।
আমি তোমাদের বানানো এই বিষাক্ত পৃথিবীতে থাকতে চাই না, but alien ও হতে চাই না।
I need your help, to make a perfect world, forever…

0 Comments